Sunday, October 1, 2023
Homeজামালপুররাজিবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাজিবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তারিকুল ইসলাম তারা : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ৮ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। উক্ত নারী দিবসে বক্তব্য রাখেন, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি, একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া, ধুলাউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপ্লবী আক্তার বিথী, এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা আমিন, রাজিবপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা, রাজিবপুর উপজেলা মহিলা বিষায়ক অফিস সহকারী সামচুজোহা সরকার,সহ আরো অনেকে। বক্তারা বলেন, নারী দিবস হচ্ছে সেই দিন, যে দিন জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেবার দিন। এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠুক বলে বক্তারা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments