ওসমান হারুনী:
জামালপুর ও শেরপুর আসনের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে প্রধান মন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল শুক্রবার রাতে এমপি নিজের হাতে, হোটেল শ্রমিক, ইসলামপুর কাসাঁরীপাড়া শিল্প এলাকা শ্রমিক ও শহরের হরিজন সম্প্রদায়ের পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় শীত বস্ত্র পেয়ে মহিলা এমপি হোসনে আরা ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন শীর্তাত মানুষ। এছাড়াও এমপি হোসনে আরা বিকালে ইসলামপুর উপজেলার ১২নং চরগোয়ালীনি ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতণ করেন। এসময় ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকারসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের সময় এমপি হোসনে আরা বলেছেন, “আমি নদী ভাঙ্গন এলাকার মানুষ। সংরক্ষিত আসনের এমপি হয়েছি। মানুষের দু:খ কষ্ট আমি বুঝি, সংরক্ষিত আসনের এমপি হিসাবে প্রধান মন্ত্রী থেকে যা বরাদ্ধ পাই তা নিয়ে আপনাদের মাঝে ছুটে আসি। আপনারা প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবেন।”