Friday, June 9, 2023
Homeবিনোদনরানা-শ্রদ্ধার নামের পাশে ‘মোস্ট ওয়ান্টেড’ তকমা!

রানা-শ্রদ্ধার নামের পাশে ‘মোস্ট ওয়ান্টেড’ তকমা!

রানা দাগ্গুবতী আর শ্রদ্ধা কাপুর দুজনেই প্রচণ্ড আলোচিত। ভক্তরা তাদের জুটি হিসেবেও দেখতে চেয়েছিলেন। তার মধ্যেই একি কাণ্ড? রানা-শ্রদ্ধা হঠাৎ করেই ‘মোস্ট ওয়ান্টেড’ হয়ে গেলেন!

রোববার সেই খবরে তোলপাড়। আসলে কী ঘটেছে? সামাজিক যোগযোগ মাধ্যমে পাতায় একটি খবর ভাইরাল। ভক্তদের চাওয়া পূরণ করতেই নাকি রানা-শ্রদ্ধা জুটি বেঁধেছেন। তাদের আগামী ছবির নাম ‘মোস্ট ওয়ান্টেড’। 

সব ঠিক থাকলে ১ জুন বড় পর্দা ভাগ করে নেবেন তারা। ছবির মোশন পোস্টার ভাইরাল। ‘ছিছোড়ে’র পর শ্রদ্ধা আবারও ছোট চুলে। তার মুখ দেখে মনে হয়েছে, তিনি আতঙ্কিত। কোনো একটা বিষয় তাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছে। তিনি দৌড়ে পালাতে ব্যস্ত। রানা দাগ্গুবতী যথারীতি অ্যাকশনের মেজাজে। নায়কের কড়া নজর শ্রদ্ধার ওপরে। তাদের মুখের উপরে এসে পড়েছে চড়া লাল আলো।

শ্রদ্ধা কাপুরকে শেষ দেখা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবিতে। সিনেমা বাণিজ্যিকভাবে সফল। দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments