এম.এ.রফিক:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুরে রাবেয়া-রশিদ মিয়া মেমোরিয়াল বহুমুখী স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন গতকাল করা হয়েছে। ২০১৯ ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শিক্ষানুরাগী প্রফেসর ড. রেজাউল করিম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি দিদার পাশা,জামালপুর সদর সার্কেল জাকির হোসেন সুমন (অতিরিক্ত পুলিশ সুপার), মাদারগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার, সদস্য শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম সায়েদুর রহমান, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ। রাবেয়া রশিদ মিয়া মেমোরিয়াল বহুমুখী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আছালত জামান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর রেজাউল করিম। এসময় উপস্থিত সকলেই এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থেকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।