সৈয়দ সাইফুল করিম: বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উন্নয়ন সহযোগী হিসাবে নিয়মিত উন্নয়ন কর্মসূচীর পাশাপাশি কর প্রদান করে জাতীয় উন্নয়নে অবদান রেখে চলেছে। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১৪১ জনকে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানিত করে। এর মধ্যে ২০২১-২২ বর্ষে বিশেষ ক্যাটাগরিতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ৪র্থ সেরা করদাতা হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মাননা পেয়েছে। রিক এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আনন্দিত ও গর্বিত।