Friday, June 9, 2023
Homeঅর্থনীতিরিহ্যাব আবাসন মেলায় প্রবাসী পল্লী গ্রুপ

রিহ্যাব আবাসন মেলায় প্রবাসী পল্লী গ্রুপ

রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে  প্রবাসী পল্লী গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রকল্প পূর্বাচলের জাইকা ইকোনমিক জোনের বিপরীত পার্শ্বে অবস্থান হওয়ায় অনেক ক্রেতা অ্যাপার্টমেন্টের পাশাপাশি প্লট কিনতে বেশি আগ্রহ প্রকাশ করছেন।

মেলায় প্রতিষ্ঠানটির প্লট বুকিং মিলছে ১০ থেকে ১৫ শতাংশ মূল্য ছাড়। এছাড়াও প্রকল্পে নাগরিক সব সুযোগ-সুবিধা ও অবস্থানগত কারণে স্টলে প্রচুর ক্রেতা-দর্শনার্থীদের ভিড় দেখা যায়।

প্রবাসী পল্লী গ্রুপের নতুন প্রকল্প এনআরবি হলিডে রিসোর্ট সিটি রিহ্যাব মেলায় অংশ গ্রহণ করে। রিসোর্ট সিটিতে থাকছে ফাইভ স্টার সমমানের হোটেল, ৬০০ ডুপ্লেক্স ভিলা, বিজনেস সেন্টার, কনভেনশন হল, কমিউনিটি ক্লাব যা আন্তর্জাতিক মানের সিটির আদলে করা হচ্ছে। রিসোর্ট সিটির নূন্যতম শেয়ার ক্রয়ে ২ রাত ৩ দিন বছরে থাকার সুবিধা ও হালাল মুনাফার ব্যবস্থা রয়েছে। ভিলা, হোটেল, কনভেনশন হল শেয়ার ক্রয় করলে রিসোর্ট সিটির সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments