Tuesday, June 28, 2022
Homeখেলাধুলারেকর্ড গড়ে সোনা জয় করল অস্ট্রেলিয়ান সাঁতারু

রেকর্ড গড়ে সোনা জয় করল অস্ট্রেলিয়ান সাঁতারু

আ.জা. স্পোর্টস:

অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার সাঁতারু। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন কাইলি ম্যাককিয়োন। ২০ বছর বয়সী ম্যাককিয়োন সময় নেন ৫৭.৪৭ সেকেন্ড। এটি অলিম্পিকে নতুন রেকর্ড হলেও নিজের গড়া আগের বিশ্বরেকর্ডের প্রায় কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় হয়েছেন রিওতে ব্রোঞ্জ জেতা কানাডিয়ান কাইলি মাসে। তার সময় লেগেছে ৫৭.৭২ সেকেন্ড। ৫৮.০৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের স্মিথ। সোনা জয়ের পর ম্যাককিয়োন জানালেন শেষ দিকে তার পায়ে ব্যথা হচ্ছিল, ‘শেষ দিকে পায়ে ব্যথা পাচ্ছিলাম। আমি নিশ্চিত যে এটা টিভিতে চোখে পড়ে যাওয়ার কথা। তবে এমন পরিস্থিতি কীভাবে সামলানো লাগে তার জন্য আমি ট্রেনিং প্রাপ্ত। পাশাপাশি পোডিয়ামে যে জায়গা করে নিতে পারবো, সে ব্যাপারেও আত্মবিশ্বাসীও ছিলাম।’ এদিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের লিডিয়া জ্যাকোবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments