জয়পুরহাট সদর উপজেলায় রোস্তম আলী (৩০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কেশবপুর এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোস্তম আলী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর রোস্তম আলী বাড়িতে রিকশাসহ বাজারের ব্যাগ রেখে বাইরে যান। এরপর রাতে আর বাড়িতে ফিরেননি। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির অদূরে কেশবপুর এলাকার রেললাইনের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রোস্তম আলীর কিছুটা মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।