Friday, September 29, 2023
Homeস্বাস্থ্যরোগীর তুলনায় নেই বাত-ব্যথার পর্যাপ্ত বিশেষজ্ঞ

রোগীর তুলনায় নেই বাত-ব্যথার পর্যাপ্ত বিশেষজ্ঞ

দেশে যে পরিমাণ বাত-ব্যথার রোগী, সেই তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসক নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে জোর দিতে বলেছেন তারা। অন্যথায় সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন।

শনিবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

তারা বলেন, বাত-ব্যথাসহ অন্য সব রোগেরই প্রকৃত কারণ জানা জরুরি। পাশাপাশি এর প্রতিকারের সুবিধার্থে গবেষণায় জোর দেওয়ার পরামর্শ এসেছে অনুষ্ঠান থেকে। একইসঙ্গে সরকারের পাশাপাশি বাত রোগীদের চিকিৎসা সহায়তায় বেসরকারি পর্যায় থেকেও উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বাত রোগীদের নিয়ে গবেষণার তথ্য তুলে ধরেন পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের উপাত্ত অনুযায়ী বর্তমানে প্রায় ৩৫ লাখ নারী-পুরুষ হাড় ক্ষয় রোগে ভুগছেন। এছাড়াও নানা ধরনের বাতে আক্রান্ত হয়ে মানুষ পঙ্গু হয়ে যায়। তাই শুরুতেই এই মানুষগুলোর উপযুক্ত চিকিৎসা ও সচেতন বেশি জরুরি। অন্যথায় খুব অল্প বয়সে অনেকে কর্মহীন হয়ে পড়তে পারেন। এক সময় তারা পরিবার ও রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়াবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তার বক্তব্যে বাত-ব্যথার রোগীদের কথা চিন্তা করে এমন ফাউন্ডেশন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজের অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।

একইসঙ্গে সমাজের বিত্তবানদেরও এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান ত্রাণ প্রতিমন্ত্রী।

শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। এতে রোগীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

একইসঙ্গে বাত রোগের ভয়াবহতাসহ সার্বিক বিষয় নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন শমরিতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট। প্রতিষ্ঠার পর থেকে এই ট্রাস্ট বাত রোগীদের জীবনযাপন সহজ করতে ও চিকিৎসা পরামর্শ দিয়ে আসছে।

অনুষ্ঠানের শেষ দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে কেক কাটেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম পিএনআরএফআরের সঙ্গে সর্বতোভাবে থাকার কথা জানান। একইসঙ্গে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লিয়াকত আলি, সাবেক অতিরিক্ত সচিব মো. শাফিউল আলম, মীর জাকি আযম চৌধুরী, ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ড. পিযুষ কান্তি বিশ্বাস, ডায়মন্ড সদস্য এম এম আমিনুর রহমান সাব্বির, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংবাদিক এম এম বাদশা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments