Sunday, June 11, 2023
Homeশিক্ষারোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটির বর্ষপূর্তি উদযাপন

রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটির বর্ষপূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিচালিত আন্তর্জাতিক যুব সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি’র ৩৩তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন ক্লাব মডারেটর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে কেক কেটে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

সাবেক সভাপতি এবং অনুষ্ঠানের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনের পিএসসিসি তোফাজ্জল হোসেন হিমু, সদ্য সাবেক রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধি এম. মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে এম মাহমুদুল হক, ক্লাব সভাপতি সামা জামিলা রহিম এবং ক্লাবের সাবেক সভাপতি মো. রুহুল আমিন, মো. মোসাব্বির রহমান, মো. মঞ্জুরুল করিম রিয়েলসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।

ক্লাব মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমি রোটারিয়ান এবং রোটার‍্যাক্টর পরিচয় দুটির মধ্যে রোটার‍্যাক্টর হিসেবে পরিচয় দিতে বেশি গর্ববোধ করি।

প্রধান অতিথি অধ্যাপক সামাদ বলেন, আজ আমাদের ছেলেমেয়েরা যে মানুষের সেবায় নিয়োজিত হয়েছে, সেটা খুবই আনন্দের।

আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।এইচআর/এসএসএইচ/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments