Sunday, May 28, 2023
Homeখেলাধুলারোনালদোর একদিনে আয় ৬ কোটি টাকা

রোনালদোর একদিনে আয় ৬ কোটি টাকা

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসের-এ যোগ দিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির ক্লাবটির সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তি হয়েছে সিআরসেভেনের। আর এ চুক্তির মধ্যদিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপীয় ফুটবলে রোনালদোর যুগ শেষ হল।

কিছু হারিয়ে অবশ্য ভালো কিছু পেয়েছেনও রোনালদো। মরুর দেশের ক্লাবটিতে বছরে ২০০ মিলিয়ন ইউরো পাচ্ছেন ৩৭ বছর বয়সী এ তারকা। বাংলাদেশি মুদ্রায় যা ২২১৩ কোটি টাকার সমান। মরুর বুকে থাকার জন্য পাচ্ছেন আলাদা বিলাসবহুল বাড়ি। এছাড়াও পর্তুগিজ তারকাকে পেতে আরও কিছু সুবিধা দেওয়ার প্রস্তাব করেছিল সৌদির ক্লাব। 

সৌদির ক্লাবে যোগ দিয়ে এখন ৩৭ বছর বয়সেও বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হলেন রোনালদো। বছরের হিসাব মাসে নিয়ে এলে দেখা যায়, প্রতি মাসে রোনালদো পাবেন প্রায় ১৮৪.৫ কোটি টাকা। অর্থাৎ সৌদিতে প্রতিদিনে রোনালদোর উপার্জন গিয়ে দাঁড়াচ্ছে ৬ কোটিতে। 

তবে এতো টাকা খরচে রোনালদোকে ভিড়িয়েও উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষ। শনিবার সেই বহিঃপ্রকাশ দেখা যায় তাদের টুইটার পোস্টে। টুইটে লেখা হয়, নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। স্বাগত ক্রিশ্চিয়ানো রোনালদো। এর ফলে আমাদের ক্লাব আরও নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ হবে। আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা নিজেকে সেরা করে তুলতে অনুপ্রাণিত হবে।

বিশ্বকাপের আগে বিতর্কে জড়িয়েছিলেন রোনালদো। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং কোচ এরিক টেন হ্যাগের সম্পর্কে এক সাক্ষাৎকারে এমন কিছু বিতর্কিত মন্তব্য করেন তিনি। তাতে বিশ্বকাপের আগেই দলহীন হয়ে যান রোনালদো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments