Friday, September 29, 2023
Homeদেশজুড়েজেলার খবররৌমারীতে ৪৮১১১ পরিবার ভিজিএফ চাল পাবে

রৌমারীতে ৪৮১১১ পরিবার ভিজিএফ চাল পাবে

রৌমারী সংবাদদাতা : পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আওতায় রৌমারী উপজেলায় ৪৮ হাজার ১১১ টি পরিবারের জন্য ভিজিএফ এর নাম তালিকা প্রনয়নের কাজ চলছে। গত ৬ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের মিটিংএ প্রতিটি ইউনিয়নে বরাদ্দ বন্টন করে দেয়া হয়।
সভার মাধ্যমে জানা যায়, প্রতিবছর হতদরিদ্র মানুষের ত্রাণ বিতরণে নানা অনিয়ম দূর্নীতি পরিলক্ষিত হওয়ায় ্এবছর উপজেলা প্রশাসন ত্রাণ কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে নিয়ে ও সকলের সমন্বয়ে ভিজিএফ এর চাল সুষ্ঠু বন্ঠনে মাঠ পর্যায়ে তালিকা প্রনয়ণ ও বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে ৫২ হাজার পরিবারের মধ্যে ৪৮ হাজার ১শ ১১ পরিবারের জন্য ১০ কেজি হারে ৪ লাখ ৮১ হাজার ১শ ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার । যাতে সরকারের দেয়া ত্রাণ সুসম বন্ঠনের মাধ্যমে তালিকা অনুযায়ী প্রত্যেকেই ১০ কেজি করে চাল পাবে।
৬টি ইউনিয়নে যাথাক্রমে দাঁতভাঙ্গা ইউনিয়নে ৭৬৮৮ জন পরিবার-শৌলমারী ইউনিয়নে ৬৪১৮ জন পরিবার,বন্দবেড় ইউনিয়নে ৭৬৯৮ জন পরিবার,রৌমারী সদর ইউনিয়নে ১১৩৯৮ জন পরিবার,যাদুরচর ইউনিয়নে ৮১৭৮ জন পরিবার ও চর শৌলমারী ইউনিয়নে ৬৭৩১ জন পবিারকে এ ত্রান দেয়া হবে।
এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বি বলেন, সরকারের ভিষন বাস্তবায়নে যাতে করে সরকারি ঈদ উপহার তালিকা অনুযায়ী সকলই পায় তা নিশ্চিতে কঠোর ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।
উপজেলা চেয়ারম্যান ঈমান আলি ইমন বলেন, সুষ্ঠু বন্ঠনে স্বচ্ছতা জবাব দেহিতা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সারাক্ষণ মানটরিং চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments