রৌমারী সংবাদদাতা : রৌমারী উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্্ের ডাক্তার শুন্য ও জনবল সঙ্কটে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। অপ্রতুল জনবল নিয়ে হাসপাতাল পরিচালনা ও চিকিৎসা প্রদানে চাপে রয়েছে কর্তৃপক্ষ। তবে চিকিৎসক কর্মচারী সঙ্কটের বিষয়টি মাথায় নিয়েও রোগিদের কাঙ্খিত সেবা প্রদানে যথাসাধ্য কাজ করছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান। জানা গেছে, হাসপাতালটিতে মোট ১৪৬ জন পদের বিপরিতে কর্মরত রয়েছে ৮৫ জন। শুন্য পদের সংখ্যা ৬১ জন। এর মধ্যে ১ম শ্রেণী সিনিয়র, জুনিয়ার ডাক্তার ও কনসালটেন্ট পদ মোট ২৫ টি পদের স্থলে রয়েছেন পঃপঃ কর্মকর্তা ১জন, ২য় শ্রেণীর নার্স ও মিডওয়াইফ পদে ২৬ জনের স্থলে কর্মরত রয়েছেন ২৪ জন, তৃতীয় শ্রেণীর পদে ৬৪ জনের স্থলে কর্মরত রয়েছেন ৪৪ জন, ৪র্থ শ্রেণীর পদ ১৯ জনের স্থলে কর্মরত রয়েছেন ৭ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান বলেন, আমরা প্রতিদিন আউটডোরে প্রায় ৩শত রোগী দেখছি। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ৫০ জনের স্থলে ৬০/৭০ জনের অধিক রোগী ভর্তি থাকে। হাসপাতালে ডাক্তার না থাকার কারনে প্রশাসনিক কাজের পাশাপাশি নিয়মিত ওয়অর্ডে ও অফিসে রোগি দেখি। তবে ডাক্তার ও জনবল সঙ্কটের কারনে একমাত্র চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। তবে চিকিৎসক সঙ্কটের বিষয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষের নিটক জানানো হয়েছে। এর মধ্যে ২জন ডাক্তার রৌমারী হাসপাতালে পোষ্টিং দিলেও এখনো আসেনি।
Related Posts
নালিতাবাড়ী সীমান্তে ধানক্ষেতে তান্ডব চালাতে এসে বন্যহাতির মৃত্যু!
- AJ Desk
- November 2, 2024
নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে খাবারের সন্ধানে তান্ডব চালাতে আসা […]
রংপুরে অবৈধভাবে কয়েল তৈরি করতো মোস্তফা আল মাহমুদের প্রতিষ্ঠান
- AJ Desk
- June 13, 2024
রংপুরের কাউনিয়া উপজেলায় অবৈধ কয়েল কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা […]
জামালপুরে ৬৫ বছরের পুরনো গবাখালী খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু
- AJ Desk
- November 2, 2024
আসমাউল আসিফ :জামালপুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ৬৫ বছরের পুরনো গবাখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু […]