নিজস্ব প্রতিবেদক:
সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন ১৮ এপ্রিল সরকারি নির্দেশনা অমান্য করায় জামালপুরে ১০৫ জনের বিরুদ্ধে মামলায় মোট ৭৬ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভ‚মি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথকভাবে চালানো এসব অভিযানে নেতৃত্ব দেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাস্ক না পরা, সামাজিক দূরত্ব না মানা, নির্দিষ্ট সময়ের আগে-পরে দোকানপাট খুলে রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ না মানার কারণে এসব মামলা এবং জরিমানা করা হয়েছে। সূত্র আরো জানায়, লকডাউনের পঞ্চম দিনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৌর এলাকার বিভিন্ন স্থানে ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৮১ জনের কাছে ৫৯ হাজার ৫৫০ টাকা জরিমানা এবং জেলার ০৭টি উপজেলায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৪ জনের কাছে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লকডাউন বাস্তবায়নে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রচারণা চালানো হয়।