Thursday, September 29, 2022
Homeদেশজুড়েজেলার খবরলক্ষীপুরে মায়ের ঝুলন্ত লাশ দেখে স্ট্রোক করলেন ছেলে

লক্ষীপুরে মায়ের ঝুলন্ত লাশ দেখে স্ট্রোক করলেন ছেলে

আ. জা. ডেক্স:

লক্ষীপুরে জোলেখা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আর মায়ের ঝুলন্ত লাশ দেখে স্ট্রোক করেছেন তার বড় ছেলে খোরশেদ আলম। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রাম থেকে জোলেখার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মহিন উদ্দিনের স্ত্রী। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতের খাওয়া শেষে ১২টার দিকে জোলেখা ঘুমাতে যান। তখন পরিবারের অন্য সদস্যরাও ঘুমিয়ে পড়েছিলেন। রাতের কোনো একসময় ঘর থেকে বের হয়ে জোলেখা কাঁঠাল গাছের সঙ্গে রসি ঝুলিয়ে গলায় ফাঁস দেন। সকালে ঘুম থেকে উঠে জোলেখার পূত্রবধূ ফেন্সি বেগম শাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এদিকে মায়ের ঝুলন্ত লাশ দেখে তার বড় ছেলে সিএনজি অটোরিকশাচালক খোরশেদ আলম স্ট্রোক করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। জোলেখার পূত্রবধূ ফেন্সি বেগম বলেন, আমার শাশুড়ির বুকে ব্যথা ছিল। ব্যথা উঠলে তিনি সহ্য করতে পারেন না। প্রায়ই তার মানসিক সমস্যা দেখা দিতো। রাতে খাওয়া শেষে তিনি ঘুমাতে যান। কখন এ ঘটনা ঘটিয়েছেন তা বলতে পারছি না। সকালে উঠে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। বুকের ব্যথা সহ্য করতে না পেরেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন। ল²ীপুর সদর মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments