Monday, June 5, 2023
Homeবিনোদনলন্ডনের রাস্তায় হাঁটু গেড়ে বসে শাহরুখ, পাশে হাসিমুখে তাপসী

লন্ডনের রাস্তায় হাঁটু গেড়ে বসে শাহরুখ, পাশে হাসিমুখে তাপসী

শত চেষ্টা করেও আটকাতে পারছেন না পরিচালক রাজ কুমার হিরানি। এই মুহূর্তে লন্ডনে হিরানি পরিচালিত ‘ডানকি’র শ্যুটিং চলছে। শাহরুখ ভক্তদের শ্যুটিং সেটের ছবি তোলা বা ভিডিও করা কোনোভাবেই থামানো যাচ্ছে না। এর আগে শাহরুখের একাধিক ছবি ফাঁস হয়েছে, আর এবার ‘ডানকি’ ছবিতে তাপসী পান্নুর লুকও সামনে চলে এলো।

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে- লন্ডনের রাস্তায় হাঁটু গেড়ে বসে রয়েছেন শাহরুখ। তাকে দেখে বেশ বিব্রত মনে হচ্ছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন নায়িকা তাপসী। বুকে হাত রেখে দাঁড়িয়ে থাকা তাপসীর মুখে স্বস্তির হাসি। দুজনের পিঠে বিশাল ব্যাগ, বোঝাই যাচ্ছে কোনো জার্নিতে বেরিয়েছেন শাহরুখ-তাপসী।


এর আগে শাহরুখের একটি লুক ভাইরাল হয়েছিল সোশ্যাল সাইটে। সেখানে খুব সাদামাটা একটা শার্ট আর কালো প্যান্টে ধরা দিয়েছিলেন বাদশা। মাথায় উসকো খুসকো ঝাঁকড়া চুল। মুখে হালকা দাড়ি- ডানকিতে এমন লুকেই দেখা যাবে শাহরুখকে।

২০১৮ সালে শেষবার রুপালি পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এরপর থেকে দীর্ঘ অপেক্ষা শাহরুখ ভক্তদের জন্য। তবে আগামী কয়েক মাসের মধ্যেই তিনটি ছবি নিয়ে আসছেন শাহরুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments