নিজস্ব প্রতিনিধি : জামালপুর জেলা সমিতি ইউকে’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মিলনমেলা ও পিঠা উৎসব। ইংলান্ডের পুর্ব লন্ডনে একটি কমিউনিটি সেন্টারে জামালপুরের লন্ডন প্রবাসীদের এই মহামিলন অনুষ্ঠিত হয়। নিজ জেলার মানুষদের কাছে পেয়ে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগির আনন্দঘন মুহূর্তটি পরিনত হয় এক টুকরো জামালপুর। জামালপুর জেলা সমিতি ইউকে’র সভাপতি সৈয়দ শামীম জামানের সভাপতিত্বে আয়োজক কমিটির আহবায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন মুকুল এবং সাধারন সম্পাদক হাশমী কবিরের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সমিতির যুগ্ন সাধারন সম্পাদক নাদিরা পারভীন,সাংস্কৃতিক সম্পাদক রুপা কবির, সমিতির সদস্য আশরাফ পারভেজ,আলাউদ্দিন আহমেদ,শাহজাহান সিরাজ,ডা: এমএ আজিজ,ফরিদা মিয়া,মাহবুব মুকুল, শিল্পি রুবেল নান্টু ও পিপলু খান সহ অনেকে। বক্তারা বলেন, আমরা জামালপুর জেলা সমিতি ইউকে’র উদ্যোগে নানা অনুষ্ঠানে অংশ নিয়ে জামালপুরের ইতিহাস ঐতিহৃ,কৃষ্টি কালচার যেমন বিদেশের মাটিতে ছড়িয়ে দেয়ার চেষ্টা করি তেমনি লন্ডনের মাটিতে জামালপুরের প্রবাসীরা একত্রিত হয়ে জন্মভুমির মাটির ঘ্রাণ নিতে ফিরে যায় শেকড়ে। নানা অনুষ্ঠানের পাশাপাশি জামালপুরের সমস্যা সম্ভবনা ও দুর্যোগকালী অসহায় জামালপুরের মানুষের পাশে দাঁড়াতে এ সমিতি কাজ করে যাচ্ছে। এসব আয়েজনের মাধ্যমে ভবিষৎ প্রজন্ম যেন আমাদের রেখে যাওয়া পথ অনুসরন করে জামালপুরের কৃষ্টি কালচারের সাথে নিজেরা মিশে দেশপ্রেমিক হয়ে উঠে। আমাদের পরিশ্রম তখনই স্বার্থক হবে আগামীর ভবিষৎ যখন লন্ডনের মাটিতে জামালপুরের আলো ছাড়াবে। মিলনমেলার বর্ণিল আয়োজনে লন্ডন প্রবাসী জামালপুরবাসীর ছিল সরব উপস্থিতি। অনুষ্ঠানে প্রবাসী শিল্পিদের পরিবেশনায় সঙ্গীত পরিবেশন ও রুপা কবির ভিশনে প্রযোজনায় স্পেশাল চাইল্ডের পরিবেশনায় এক বিশেষ নাটক মঞ্চস্থ করা হয়। উপস্থিত দর্শকরা বিপুল করতালির মাধ্যমে গায়ক ও নাট্যজনদের উৎসাহ প্রদান করেন। বার্ষিক মিলনমেলায় আগত প্রবাসী জামালপুরবাসীদের মাঝে বাঙালীর ঐতিহৃ নানা প্রকারের পিঠা পুলি পরিবেশনের পাশাপাশি জামালপুরের ঐতিহৃবাহী খাবার মিল্লিভাত পরিবেশন করা হয়। বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৭ সালের জন্য এডভোকেট সৈয়দ শামীম জামানকে সভাপতি হাশমী কবিরকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জামালপুর জেলা সমিতি ইউকে’র কার্যনির্বাহী কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
Related Posts
বকশীগঞ্জে আগুন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানবববন্ধন অনুষ্ঠিত
- AJ Desk
- May 29, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে গত ২২ মে রাতের আঁধারে আগুন […]
৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
- AJ Desk
- May 6, 2024
নিজস্ব সংবাদদাতা : জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু, জামালপুর জেলা শিল্পকলা […]
‘জমি বিক্রয় করা হবে’
- AJ Desk
- February 18, 2024
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অধীন সীমান্তবর্তী এলাকা পাথরের চর গ্রামে চাষাবাদের ৩৩ শতাংশ (১ বিঘা) […]