Sunday, September 24, 2023
Homeআন্তর্জাতিকলন্ডন বরোর রেডব্রিজ কাউন্সিলের নবনিযুক্ত মেয়র জ্যোৎস্না ইসলাম নিউবারি পার্ক মসজিদে শপথ...

লন্ডন বরোর রেডব্রিজ কাউন্সিলের নবনিযুক্ত মেয়র জ্যোৎস্না ইসলাম নিউবারি পার্ক মসজিদে শপথ গ্রহণ

লন্ডন বরোর রেডব্রিজ কাউন্সিলের নবনিযুক্ত মেয়র কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে নিউবারি পার্ক মসজিদে শপথ গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্বামী কাউন্সিলর শামস ইসলাম। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সায়রা জামিল, হ্যাভরিং কাউন্সিলের মেয়র ও তার স্বামী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র, রেডব্রিজ কাউন্সিলের নেতা কাউন্সিলর জাস আটওয়াল, কাউন্সিলর কবির মাহমুদসহ স্থানীয় অনেক কাউন্সিলর, বিশিষ্ট অতিথি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। এর আগে মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন মিকদাদ নবনির্বাচিত মেয়র জ্যোৎস্না ইসলাম ও বিশিষ্ট অতিথিদের অভিনন্দন জানিয়ে বলেন, ইসলামের প্রকৃত নেতৃত্ব সর্বদা দেশ ও দরিদ্র মানুষের সেবায় বদ্ধপরিকর এবং তাদের সেবায় আত্মনিয়োজিত ছিলেন। এরপর ইমাম মাওলানা আবদুল্লাহ আল মওদুদ বক্তৃতা করেন ইসলামের নেতৃত্ব এবং কীভাবে তারা জাতির সেবা করেছেন তা ব্যাখ্যা করেন। প্রধান অতিথি কাউন্সিলর মেয়র জ্যোৎস্না ইসলাম মসজিদে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শপথ গ্রহণের জন্য উপস্থিত থাকার সুযোগ এবং তার অল্ডবরো ওয়ার্ডের বাসিন্দাদের সাথে দেখা করার সুযোগ দেওয়ার জন্য তিনি ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানান। স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন এবং মেয়রের শপথ গ্রহণ দেখে খুব খুশি হন। মসজিদ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব হোসেন রুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহা উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মোঃ রফিক, সহ-সম্পাদক এ এইচ ফারুক উদ্দিন, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সহ-সভাপতি আফসার হোসেন এনাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন, মোহাম্মদ রুহুল আমিন, জয়নুল চৌধুরী, ই/সি সদস্য আবুল কালাম, মোহাম্মদ আবুল মুহিত, মোহাম্মদ তারেক চৌধুরী, আবদুস শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ হাসান সেলিম, জহির হোসেন গউস, শাজাহান আলীসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments