Thursday, September 29, 2022
Homeবিনোদনলাখো তরুণীর মন ভেঙে বিয়ের পিঁড়িতে হার্টথ্রব টিভি তারকা করণ

লাখো তরুণীর মন ভেঙে বিয়ের পিঁড়িতে হার্টথ্রব টিভি তারকা করণ

কেকের মৃত্যুর খবরে শোকে আচ্ছন্ন বলিউড। তবে এর মাঝেই সুখবর এল। টেলিভিশনের হার্টথ্রব নায়ক করণ ভি গ্রোভার সিঙ্গল তকমা ঘোচালেন। দীর্ঘদিনের বান্ধবী পপ্পি যব্বলকে বিয়ে করলেন এই পাঞ্জাবি। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে লাখো তরুণীর মন ভাঙেন করণ। বিয়ে নিয়ে এতদিন টুঁ শব্দটিও করেননি ‘উড়াড়িয়াঁ’ তারকা।

বিয়েতে কেমন সাজলেন দুজনে? করণ পরেছিলেন হালকা গোলাপি রঙা শেরওয়ানি, মাথায় গাঢ় গোলাপি পাগড়ি। করণপত্নী পপ্পি সেজেছিলেন একদম একই রঙা লেহেঙ্গা চোলিতে। বিয়ের ছবি শেয়ার করে করণ লেখেন, ‘মে ডে! মে ডে!! অবশেষে আমরা বিয়েটা করেই ফেললাম’।

গত ৩১ মে সাত পাক ঘুরেছেন দুজনে। জানা গেছে, হিমাচল প্রদেশে একদম ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। বিয়েতে উপস্থিত ছিলেন করণের কাছের বান্ধবী শামা সিকন্দর। বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে শামা।

বিয়েটা চুপিসাড়ে করলেও টেলিপাড়ার বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন করণ-পপ্পি, এমনটাই জানা যাচ্ছে। হিন্দি টেলিভিশন দুনিয়ায় প্রায় ২ দশক দীর্ঘ ক্যারিয়ার করণের। জি টিভির ‘ইঁয়া মেয় ঘর ঘর খেলি’ ধারাবাহিকের সুবাদে রাতারাতি তারকার তকমা পেয়েছিলেন করণ। বর্তমানে কালার্সের ‘উড়ারিয়াঁ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। তার স্ত্রীও পেশায় অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments