Friday, September 29, 2023
Homeঅপরাধলালমনিরহাটে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ সাইফুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) সকালে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ ভোরে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস ৮নং ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭৫ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুর রহমান ২০২১ সালে হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এই ঘটনায় হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments