Friday, June 9, 2023
Homeবিনোদনলাল পোশাকে রাশমিকাকে দেখেই বিয়ের প্রস্তাব

লাল পোশাকে রাশমিকাকে দেখেই বিয়ের প্রস্তাব

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের বাইরে লাল পোশাকে দেখা যায় ‌‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। তার এই সাজ দেখে মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর লাল পোশাকপরা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিয়ের প্রস্তাব পান তিনি।

ভিডিওতে দেখা যায়, তিনি একটি লাল মিরর ওয়ার্ক করা শারারা পরেছিলেন। সঙ্গে মানানসই সোনালি ঝুমকা ও চুড়ি। তার মুখে লেগে ছিল সেই মিষ্টি হাসি। সবমিলিয়ে রোদের মতো ঝলমল করছিলেন অভিনেত্রী। রাশমিকার এই হাসিতেই পাগল তার ভক্তরা।

অভিনেত্রীর ভক্তরা তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকে তো তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলেন। তার এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ম্যাডাম আপনি আমাকে বিয়ে করবেন? আমি বেকার কিন্তু কথা দিচ্ছি আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখব।’

রাশমিকা মান্দানার অভিনয় দক্ষতা শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, সারা ভারতের দর্শকদের মন জয় করেছে। অভিনেত্রীর সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতা আকর্ষণ করেছে সবাইকে। ‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments