Sunday, October 1, 2023
Homeজামালপুরলায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা, লায়ন্স ক্লাব অব ঢাকা মাদারদহ এর খাদ্য...

লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা, লায়ন্স ক্লাব অব ঢাকা মাদারদহ এর খাদ্য সামগ্রী বিতরণ

আবদুল হাই : লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা,লায়ন্স ক্লাব অব ঢাকা মাদারদহ, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিষ্টিক ৩১৫ বি-২ বাংলাদেশ। জেলা গভর্নরের জরুরী তহবিল ও মোরাদুজ্জামান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামের মোরাদুজ্জামান ফাউন্ডেশন অফিস চত্বরে ২১০ জন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো আলু, রসুন, পিয়াজ, ডাল, ছোলা ,তৈল, চিনি, চিঁড়া,লবন,স্যালাইন ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মাদারদহ এর সভাপতি মোঃ রুকনুজ্জামান ও আহাম্মদুজ্জামান ১ম ভাইস জেলা গভর্নর লায়ন্স জেলা-৩১৫বি-২ বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments