Wednesday, June 19, 2024
Homeবিনোদনলোকসভা নির্বাচনে ভোটারদের সচেতন করলেন শাহরুখ খান

লোকসভা নির্বাচনে ভোটারদের সচেতন করলেন শাহরুখ খান

এ যেন প্রকাশ্যে ‘জওয়ান’ সিনেমার শাহরুখ। ভারতে চলমান লোকসভা নির্বাচন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শাহরুখ খান। সচেতন করেছেন ভোটারদের। ‘জওয়ান’ ছবিতে রাজনীতি ও ভোট নিয়ে তার মোনোলগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গণতন্ত্রের গুরুত্ব কতটা, সেই বার্তাও ছিলেন। এবার বাস্তবেই মানুষকে সচেতন হয়ে ভোট দেওয়ার বার্তা দিলেন এই অভিনেতা।

সামাজিক মাধ্যমে শাহরুখ পোস্ট করে জানান, সচেতন হয়ে ভোট দেওয়া কতটা জরুরি। 

তিনি লেখেন, সোমবার মহারাষ্ট্রের দায়িত্বপূর্ণ ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। ভারতীয় হিসেবে চলুন এই দায়িত্ব পালন করি এবং দেশের সবচেয়ে প্রয়োজনীয় কাজ যে ভোট, সেটা বুঝে নেই। ভোটাধিকার নিয়ে প্রচার করুন।

শাহরুখের পোস্টে এক অনুরাগী মন্তব্য করেছেন, অনেক দূর এগোতে হবে। ঘৃণার বিরুদ্ধে ভোট দিন। উন্নয়নের জন্য ভোট দিন।

আর এক জন মন্তব্যে লেখেন, পরোক্ষভাবে কিং খান বলছেন, ভারতের জন্য ভোট করতে। প্রতিটি ভোট দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক একটা ধাপ। 

লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট আগামীকাল ২০ মে।

২০২৩-এ পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের। প্রথমে ‘পাঠান’, তার পরে ‘জওয়ান’। রাজকুমার হিরানীর ‘ডাঙ্কি’ ছবিতে শেষ দেখা গেছে তাকে। আগামীতে তার হাতে আছে ‘টাইগার ভার্সাস পাঠান’। এই ছবিতে তার সঙ্গে আছেন সালমান খান। 

Most Popular

Recent Comments