এম.এ.রফিক
জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে প্রথম সভা ও দোয়া মাহফিল বুধবার পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে ও ইউপি সচিব রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলতাফ হোসেন লেবু সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ খলিলুর রহমান, শরিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ূন কবীর, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক আঃ সালাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত ইউপি সদস্য মুসলিম উদ্দিন, মিজানুর রহমান, খোরশেদ আলী, স্বপন ফকির, আনিছুর রহমান, মাহবুব আলম সুমন, ইমদাদুল হক মিলন, গোলাম সোবহানী লিটন, মোঃ উকিল উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাহিদা বেগম সারা, শেফালী বেগম, মোঃ মানছুরা বেগম সহ বিভিন্ন ওয়ার্ডের ভোটারগণ। প্রথম সভায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। আপনারা ভোটের মাধ্যমে সেই সম্মান রক্ষা করেছেন। আমি সেবার মাধ্যমে আপনাদের সেই ঋন পরিশোধ করার চেষ্টা করবো। সকলে আমাদেরকে সহযোগিতা ও দোয়া করবেন। আলোচনা অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া করা হয়।