শরিফপুরে মাদক নারী নির্যাতন বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের শরিফপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহরাব হোসেন প্রমূখ। বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজ থেকে নারী নির্যাতন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিস্তর আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, আলেম, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।