Tuesday, March 21, 2023
Homeদেশজুড়েজেলার খবরশরীয়তপুরের ডামুড্যায় ৩৭৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণের অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা

শরীয়তপুরের ডামুড্যায় ৩৭৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণের অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টা থেকে শুরু হয়ে এ পরিক্ষা চলে দুপুর ১২ টা পর্যন্ত।সরেজমিনে পরিক্ষা কেন্দ্র খুরে দেখা যায় উপজেলার ৬৯ টি প্রাথমিক বিদ্যালয় ও ৭ টি কিন্ডারগার্ডেনের ৩৭৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সুশৃঙ্খল ও স্বাভাবিক ভাবেই শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এর ভিতরে ছাত্র হলেন ১৫১ ও ছাত্রি ২২৬ জন মোট ৩৭৭ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শৃংখল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার কে সাথে নিয়ে প্রত্যেকটি পরীক্ষার হল প্রদর্শন করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন বলেন, প্রায় ১৩ বছর পর আজ এ বৃত্তি পরীক্ষা হচ্ছে যার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই উৎফুল্ল এবং  শিক্ষার্থীরা  আন্তরিকতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, দীর্ঘদিন পর হলেও পরীক্ষা হচ্ছে পরীক্ষায় যাতে করে কোন বিশৃঙ্খল সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ আমি সার্বখানিক তদারিক করেছি এবং একটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। তিনি আরো বলেন এই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের সকলের সহযোগিতায় পরীক্ষা টি সমাপ্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments