সোমবার ১৬ জানুয়ারি সকাল ১০ টার সময় আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর। কিন্তু ঢাকায় বিশেষ কাজ থাকায় তার সহোদর পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতি কে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন, রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসিরাজুল ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আমির হোসেন কোটারি, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বি এম শওকত আলী বলেন, ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের বিনোদন খুঁজে বেড়াবে এতে শিক্ষার্থী সহ যুবকেরা সকল অসামাজিক কার্যক্রম সহ ইভটিজিং,মাদককে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ।এবং অন্যান্য অপরাধ থেকে দূরে থাকবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সবাইকে উৎসাহিত করার জন্য আমাদের অভিভাবক শিক্ষক ও বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উক্ত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ৩৪ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।