Wednesday, June 26, 2024
Homeরাজনীতিশরীয়তপুর ২ আসনের বিকল্পধারার প্রার্থী আমিনুল ইসলাম বুলুর গণসংযোগ

শরীয়তপুর ২ আসনের বিকল্পধারার প্রার্থী আমিনুল ইসলাম বুলুর গণসংযোগ

কুলা প্রতীকে ভোট চয়েে গণসংযোগ করছেনে দ্বাদশ জাতীয় সংসদ নর্বিাচনে শরীয়তপুর ২ আসনে বকিল্পধারার র্প্রাথী আমনিুল ইসলাম বুলু।
বৃহস্পতবিার (২৮ ডসিম্বের) রাতে নওপাড়া ইউনয়িনরে জয়বাংলা বাজারে বুলু নর্বিাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ করনে। এ সময় বিকল্পধারার তার সঙ্গে উপস্থতি ছিলেন সুরুজ জমাদার,আল আমনি জমাদার, সুমন, ফাহমি জমাদার, শাহালম মলেকার প্রমুখ।
তনি জয়বাংলা বাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ করনে। তনি এ সময় পথচারী,সবজি বক্রিতো ও দোকানদিরে সঙ্গে শুভচ্ছো বিনিময় করনে এবং কুলা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Most Popular

Recent Comments