Tuesday, March 21, 2023
Homeদেশজুড়েজেলার খবরশরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নোঙর করা তিনটি ফেরি ঘাটে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন  বলেন, ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে যাওয়ার পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরিঘাটের কাছাকাছি চ্যানেলে নোঙর করা মিডিয়াম ফেরি কস্তুরী, কামিনী ও কুমারী ঘাটে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, এই রুটে সাতটি ফেরি রয়েছে। তবে বর্তমানে গাড়ির চাপ কম থাকায় একটি বড় ফেরি ও তিনটি মাঝারি আকারের ফেরি চলাচল করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments