মোহাম্মদ আলী: গোয়ালের গরু, ক্ষেতের সেচ মেশিন, বাসা বাড়ির দরজা জানলা ভেঙে নগদ টাকা স্বর্ণালংকার ও অফিস আদালত থেকে মটর সাইকেল এবং দোকানপাটের মালামাল হচ্ছে চুরি। অভিযোগ করেও মিলছে না প্রতিকার। উদ্ধার হচ্ছে না মালামাল। গত রোববার রাতে জামালপুর জেলা শহরের সাধনা ঔষাধালয়ের সামনে মাফিক ইলেকট্রনিকসে চুরি হয়েছে। জানাযায়, পাথালিয়া গ্রামের বাসিন্দা আঃ কাদের মাফিক প্রতিদিনের মতো সেদিনও রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসেন। পরের দিন সকালে দোকান খুলে মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান। পরক্ষণেই বুঝতে পারেন তার দোকানে চুরি হয়েছে। এব্যাপারে মাফিক ইলেকট্রনিকস এর মালিক ব্যবসায়ী, আঃ কাদের মাফিক বলেন, ঘটনার দিন রাতের কোনো এক সময় চোররা আমার দোকানের পিছনের চাল কেটে ২৫টি মোবাইলসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে। এই ঘটনায় জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।