নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ সরকারি এ কে আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শহিদ মিনারের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার করে দিল দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
গত ১৬ ফেব্র“য়ারি দুপুরে কলেজে অবস্থিত শহিদ মিনারের সামনের ময়লা আবর্জনা এবং খাবারের উচ্ছিষ্ট পরিষ্কার করে ফেলে দেয় তারা। দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ হাতে ময়লা পরিষ্কার করে দেয়। এ সময় পুরা কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চলে।
উল্লেখ্য, এই শহিদ মিনারের সামনে দেওয়ানগঞ্জ উপজেলার গণ গ্রন্থাগারে অনুষ্ঠিত বিভিন্ন প্রগ্রামের যাবতীয় ময়লা আবর্জনা এবং খাবারের উচ্ছিষ্ট প্যাকেট ফেলে স্তুপ করে রাখা হয়েছিল, মিনারের অদুরেই গবরের ঘটি শুকাতে দেওয়া হয়েছিল। ময়লা আবর্জনা আর গোবরের ঘটির দুর্গন্ধে শহিদ মিনারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল। বিষয়টি নিয়ে লিখালিখি করে সবার নজরে নিয়ে আসেন কালের কন্ঠ এবং বাংলাটিভির দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ তিনি এ ব্যাপারে সহিদ দিবসের প্রস্তুতিমূলক সভায় ব্যাবস্থা গ্রহণের দাবী তুলেন।
তার একদিন পর গতকাল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে শহিদ মিনারের সম্মুখভাগ পরিষ্কার করে দেয়। ছাত্রলীগের এই ব্যাতিক্রমি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই, তারা উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন সামাজিক কাজ এবং দুর্যোগকালে এই দুই নেতার কর্মকান্ড সবাইকে অভিভূত করেছে। গত বছর ভয়াবহ বন্যার সময় ত্রাণের বস্তা মাথায় নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে সুনাম কুড়িয়েছিল তারা। বাংলাদেশ ছাত্রলীগের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা এ ব্যাপারে বলেন,আমরা ছাত্রলীগকে একটি আদর্শ ছাত্র সংগঠন হিসেবে দাড় করাতে চাই। সবাই যেন আমাদের কর্মকান্ড দেখে প্রশংসা করে। তাই ব্যাতিক্রমি কাজ করে মানুষের আস্থা অর্জন করতে চাই ।