Saturday, April 1, 2023
Homeরাজনীতিশহীদ আরজু মনির জন্মদিনে বনানী কবরস্থানে যুবলীগের শ্রদ্ধা

শহীদ আরজু মনির জন্মদিনে বনানী কবরস্থানে যুবলীগের শ্রদ্ধা

শহীদ আরজু মনি সেরনিয়াবাতের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে বননী কবরস্থানে মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ।

বুধবার (১৫ মার্চ) সকালে বননী কবরস্থানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

dhakapost

এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, সুভাষ চন্দ্র হাওলাদার, মো. রফিকুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মৃনার কান্তি জোয়ার্দার, এনামুল হক খান, মো. জসিম মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বদিউল আলম, শেখ ফজলে নাঈম, সাংগঠনিক মশিউর রহমান চপল ও প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর যুলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, দক্ষিণে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মহানগর নেতা তাসভীরুল হক অনু, রবিউল হোসেন সোহেল, সৈয়দ মিজানুর রহমান, সাবব্বির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সাংবাদিক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মিণী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মাতা আরজু মনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments