Sunday, May 28, 2023
Homeশিক্ষাশাবির সমাজকর্ম বিভাগের তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

শাবির সমাজকর্ম বিভাগের তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী হয়।

সমাজকর্ম বিভাগের উদ্যোগে ২য় বারের মতো ‘সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ বিষয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ সম্মেলন শুরু হয়ে চলে শনিবার পর্যন্ত।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, নেপাল, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ মোট ১৪টি দেশের ২৫০ জন সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন। তারা ১৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করেন। এছাড়া কনফারেন্সে মোট চারটি ‘কি-নোট অধিবেশন’ অনুষ্ঠিত হয়। যার মধ্যে দুটি অনলাইনে (ভার্চুয়াল) এবং দুটি সরাসরি অনুষ্ঠিত হয়। এতে ‘প্যারালাল অধিবেশন’ হয় মোট ২৮টি।

সম্মেলনের দ্বিতীয় দিন বিকেলে কেন্দ্রীয় মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশি কি-নোট স্পিকার হিসেবে চার জন, বিভিন্ন দেশের ১০ জন বক্তব্য রাখেন।

এর আগে ২০১৮ সালে দেশে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করে সমাজকর্ম বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments