Tuesday, November 29, 2022
Homeজামালপুরশাহবাজপুরে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা

শাহবাজপুরে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা

নিজস্ব প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে প্রায় ১০ হাজার মুরগি লালন পালনের জন্য গড়ে উঠেছে একটি পোল্ট্রি ফার্ম। এই ফার্মের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে ফার্মের আশেপাশে থাকা প্রায় ২৫-৩০ টি বাড়ির শিশু, বয়ষ্ক সহ সাধারণ মানুষ। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, চার পাঁচ মাস আগে স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী সেখানে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলেন। ফার্ম গড়ে তোলার পর থেকেই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে থাকে আশেপাশে থাকা সাধারণ অসহায় মানুষরা। এ নিয়ে ফার্ম কর্তৃপক্ষকে জানানো হলেও কোন গুরুত্ব দেয়নি তারা। স্থানীয়রা বলেন, আমরা এখানে বসবাস করে আসলেও কোন ধরনের ভ্রুক্ষেপ নেই ফার্ম কর্তৃপক্ষের। যার কারনে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে আমাদের গ্রামের শিশু এবং বৃদ্ধরা। অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে মোবারক (১), সাথী (২২), শাহনাজ (২০) সহ স্থানীয়রা। এ বিষয়ে মৌ মনি নামে এক গৃহবধু বলেন, আমার কোলের একটি ছোট শিশু আজ প্রায় এক সপ্তাহ যাবৎ বমি করছে। তার ডায়রিয়া হয়ে গেছে। দুর্গন্ধের কারনে বুকের দুধ পর্যন্ত খাচ্ছে না। আমরা মানুষ না কি সেটা কোন অবস্থাতেই ভাবছে না ফার্ম কর্তৃপক্ষ। এ বিষয়ে ফার্মের ম্যানেজার মাহবুব বলেন, আমরা প্রতিনিয়তই ফার্ম পরিষ্কার করি। ইউপি সদস্য আলাল উদ্দিন বলেন, ফার্মটি পরিষ্কার রাখার জন্য আমরা বলেছি। ইউপি চেয়ারম্যান আয়ূব আলী খান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ খবর নিয়ে প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments