এম.এ.রফিক:
জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে ইমাম ফুডস ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিক মোঃ বিল্লাল হোসেনের নিকট থেকে গতকাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এক্সক্লুসিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুল হাসান। ভ্রাম্যমান আদালতের পরিচালক মোঃ মাহবুবুল হাসান বলেন, নিম্নমানের খাদ্যসামগ্রী ও প্যাকেটজাত না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ইমাম ফুডস ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিক মোঃ বিল্লাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে আগামীতে প্রতিটি পণ্য মানসম্মত ও প্যাকেটজাত করতে হবে।