নিজস্ব প্রতিনিধি : সুস্থ্য দেহে সুন্দর মন এই শ্লোগানকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি কোষাধক্ষ মোঃ রফিকুল ইসলাম আকন্দ (সুমন)। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলায়মান কবীর। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পড়ালেখার পাশাপাশি ক্রীড়া কার্যক্রম শিক্ষারই একটি অংশ। ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ্য দেহ ও সুন্দর মন সৃষ্টি হয়। আর এতে করে পড়ালেখায় তারা আরো অগ্রসর হন।
শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
