খাদেমুল ইসলাম ; বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ক্যান্টমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল এস.এম মেহেদী হাসান আল আমিন বলেছেন, “শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। তোমরাই একদিন এ দেশকে বৈষম্যহীন গণতান্ত্রিক সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবে। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ”। ২৮ ডিসেম্বর শনিবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষা ২০২৪ এর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়ানগঞ্জের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল এস.এম মেহেদী হাসান আল আমিন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন- “একদিন তোমরা বিভিন্ন ক্ষেত্রে উচ্চাসনে অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত হবে। অনেক গুরুত্বপূর্ণ পদে যাবে তোমরা। শুধুমাত্র পুথিগত বিদ্যা এবং একটি সনদের জন্য শিক্ষা নয়। প্রকৃত আদর্শ মানুষ গড়তেই শিক্ষার মূল উদ্দেশ্য। ঢাকা সহ বড় বড় শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেই যে, মেধাবী হওয়া যায় বা প্রতিষ্ঠিত হওয়া যায় তা নয়। মফস্বলে পড়াশোনা করেও এদেশে বড় বড় মণিষী হয়েছেন অনেকই। আমি নিজেও ছোট বেলায় যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, সেসব শিক্ষা প্রতিষ্ঠান ছিল জরাজির্ন। চাল বেড়াও ছিল না তেমন।” আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মোঃ আমির হোসেন মুরাদের সভাপতিত্বে এবং শিক্ষক মেহতাব জারিন লুবনার সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সিনিয়র আইনজীবি এডভোকেট মোঃ খাজা আলম, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম পোষা, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, তারেক মাহমুদ ও সমাজসেবক সাইদ বিন হোসেন। পরে অতিথিগণ শিক্ষার্থীদের হাতে ফলাফলপত্র প্রদান করেন।
Related Posts
দেওয়ানগঞ্জ অটোগাড়ী চুরি করে পালানোর সময় দু’জন আটক
- AJ Desk
- January 18, 2024
নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ অটোগাড়ী চুরি করে পালানোর সময় দু’জন অটোচোরকে আটক করে ক্ষুব্ধ মানুষ […]
দেওয়ানগঞ্জে সেনাবাহিনী মন্দির পরিদর্শন
- AJ Desk
- August 14, 2024
নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনী। মঙ্গলবার বিকালে সার্বজনীন কালিমন্দির পরিদর্শন করে এবং […]
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- AJ Desk
- December 2, 2024
গত ১ লা ডিসেম্বর ২০২৪ ইং তারিখে জামালপুর থেকে প্রকাশিত দৈনিক নবতান পত্রিকায় প্রথম পৃষ্ঠার […]