এম.এফ.এ মাকামঃ জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার বিকেলে হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি,সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ,কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, সদর ইউএনও লিটুস লরেন্স চিরান,হাসিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তানজিনা মুনমুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম।
এ সময় তিনি আগামীর স্পার্ট বাংলাদেশ গড়তে হাসিল স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। সেই সাথে হাসিল স্কুলের পরিবেশ দেখে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সন্তোষ প্রকাশ করে বলেন,এই প্রতিষ্ঠান এমপিও হওয়ার শতভাগ যোগ্যতা অর্জন করেছে,আমি প্রধানমন্ত্রীর কাছে এমপিওর বিষয়ে কথা বলব।পরে অতিথিদের গার্ড অব অর্ণার ও জারিগান এবং দলীয় নৃত্য পরিবেশন করা হয়।