এম.এ.রফিক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ৫০ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মৃতি পরিষদের আয়োজনে স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন জামালপুর পৌর শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। এ বিষয়ে জানা যায়, গত ২০ মার্চ ২০২১ ইং কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তন, সেগুন বাগিচা, ঢাকায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বাধীনতা স্মৃতি পরিষদের স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড ২০২১ এর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরষ্কার পান প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। উল্লেখ্য এর আগেও শিক্ষক মনিরুজ্জামান শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা এ্যাওয়ার্ড ২০২১ গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পেয়েছিলেন। যার আয়োজনে ছিল বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন। স্বাধীনতা এ্যাওয়ার্ড পুরষ্কার বিতরণে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এড. শামসুল হক টুকু এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান, আইনবি সংবাদ সংস্থা ব্যারিষ্টার জাকির আহম্মেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপ পুলিশ কমিশনার, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা, উপদেষ্টা, স্বাধীনতা স্মৃতি পরিষদ কবি নুরুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, স্বাধীনতা স্মৃতি পরিষদের মহা সচিব এম.এইচ আরমান চৌধুরী, চেয়ারম্যান শাহ্ আলম চুন্নু সহ দেশ বরেণ্য গন্যমান্য ব্যক্তিবর্গ।