Sunday, May 28, 2023
Homeজামালপুরশীতের ছুটিতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ঘুরে গেলেন মনপুরা খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি

শীতের ছুটিতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ ঘুরে গেলেন মনপুরা খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি

খাদেমুল ইসলাম : ইট, পাথর, কোলাহল আর ব্যস্ত শহর ঢাকা ছেড়ে এক প্রকার প্রচার বিমুখ মনোভাবেই নিকটাত্মীয়ের গ্রামের বাড়ীতে এসে ক’দিন কেটে গেলেন মনপুরা চলচ্চিত্র খ্যাত জনপ্রিয় নায়িকা ফারহানা মিলি। এসেছিলেন কয়েকশ কি.মি. দুরবর্তী জামালপুরের দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ীতে। ঐ বাড়ীর বাসিন্দা শফিউল হক আনম চৌধুরী তার নিকট আত্মীয়। আনম চৌধুরী ঢাকায় স্বনামধন্য এক বেসরকারি সংস্থায় আইন কর্মকর্তা হিসেবে কর্মরত। এক সময়ের ঢাবির মেধাবী ছাত্র আনম চৌধুরী আইনে সম্মান ডিগ্রী অর্জন করেন। শিক্ষিকা রাকিবা জিন্নাত বেবী, এক পুত্র, এক কন্যা নিয়ে তার সংসার। ব্যস্ত শহর ছেড়ে নিভৃত গ্রামে মিলি ট্রেন যোগে ছুটে আসেন মা, ছোট ভাই বিপুল, ভাইয়ের স্ত্রী ও একমাত্র সন্তান রুসলান সহ গত ৬ জানুয়ারী। ছিলেন কদিন। আনম চৌধুরীর স্ত্রী রাকিবা জিন্নাত বেবী গরু, খাসী জবাই করে তাদের বিশেষ আপ্যায়ন করেন। মিলি বাহিনী যমুনায় নৌবিহার, জিল বাংলা চিনিকল পরিদর্শন ও পারিবারিক ভাবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। তিনি নতুন বছরের শুরুতে “পথের মানুষ ঘরের মানুষ” নাটকে অভিনয় করেছেন, যা দর্শক নন্দিত হবে। এছাড়া গত বছরের শেষে উপমহাদেশ খ্যাত সংগীত শিল্পী রুনা লায়লার হাত থেকে “এক ছবিতেই ইতিহাস শীর্ষক সম্মাননা লাভ করেন স্টার প্লাস কমিউনিকেশনের পক্ষ থেকে। মনপুরায় মনকাড়া অভিনয়ের জন্য ক’বছর আগে মিলি বিএসআরএ এ্যাওয়ার্ডে ভূষিত হোন। ব্যাপক জনপ্রিয় নায়িকা মিলির দেওয়ানগঞ্জ আগমনের বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments