Friday, August 6, 2021
Home আন্তর্জাতিক শীর্ষ ধনীদের চেয়েও বেশি আদানির সম্পত্তি বৃদ্ধির হার

শীর্ষ ধনীদের চেয়েও বেশি আদানির সম্পত্তি বৃদ্ধির হার

আ. জা. আন্তর্জাতিক:

মুকেশ আম্বানি, জেফ বেজোস বা ইলন মাস্ক, সবাইকে-ই ছাপিয়ে গেলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেস্কের মতে, চলতি বছর সবচেয়ে দ্রুতগতিতে সম্পত্তি বাড়িয়েছেন তিনি। ২০২১ সালে ১৬২০ কোটি থেকে তার সম্পত্তির নিট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫০০০ কোটি টাকা। এ ব্যাপারে বেজোস বা মাস্কসহ বিশ্বের শীর্ষ ধনীদের টপকে গিয়েছেন আদানি। ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে কেবলমাত্র একটি ক্ষেত্র ছাড়া আদানি গোষ্ঠীর সবকয়টি ব্যবসার শেয়ারের মূল্য ৫০ শতাংশ হারে বেড়েছে। কোনো কোনো ব্যবসায় আদানিদের মুনাফার হার ছাপিয়ে গিয়েছে ৯০ শতাংশও। এক বছরের মধ্যে সম্পত্তির নিট মূল্য বৃদ্ধির নিরিখে আদানি ছাপিয়ে গিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী তথা এশিয়ার ধনীতম রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানিকেও। চলতি বছরে এখনো পর্যন্ত আম্বানির নামের পাশে রয়েছে ৮১০ কোটির মূল্যের সম্পত্তি। তবে আদানি গোষ্ঠীর সম্পত্তি বৃদ্ধির নিরিখে তা যেন কম বলে মনে হচ্ছে। ২০২১ সালে বিশ্বের শীর্ষ ধনীর তকমা নিয়ে জোর টানাটানি চলছে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলার মালিক ইলন মাস্কের মধ্যে। ব্লুমবার্গের মতে,

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেজোসকেও এ ব্যাপারেও টেক্কা দিয়েছেন আদানি। ফরাসি বহুজাতিক সংস্থা টোটাল এসএ, নিউ ইয়কের্রর ওয়ারবার্গ পিনকাসের মতো নামি ইক্যুইটি কোম্পানির থেকে বিনিয়োগ জুটিয়ে নিয়েছে আদানি গোষ্ঠী। নিজের ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, বিমানবন্দর, ডেটা সেন্টার থেকে কয়লা খনিও যুক্ত করেছেন গৌতম। খবর আনন্দবাজার পত্রিকার। ব্যবসা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত তার সম্প্রসারন করেছেন, যা নজর কেড়েছে শিল্প ক্ষেত্রে পরামর্শদাতা থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারীদের। নাইকা অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা তথা সিইও সুনীল চন্ডীরামানি বলেন, ‘বাজারে কঠিন ক্ষেত্র বলে পরিচিত এলাকাগুলোতেও নিজের ব্যবসা ছড়িয়ে দিতে প্রতিনিয়ত সাম্রাজ্য সম্প্রসারিত করে গিয়েছেন আদানি। এবার ডেটা সেন্টারের ব্যবসাতে পা রাখার পর আদানি গোষ্ঠীকে প্রযুক্তি ক্ষেত্রেও দেখা যাবে।’ চলতি বছরে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফার মুখ দেখেছে এই গোষ্ঠী? শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, চলতি বছরে আদানি গ্যাস লিমিটেডের শেয়ার বেড়েছে ৯৬ শতাংশ। গোষ্ঠীর মূল সংস্থা আদানি এন্টারপ্রাইজ এগিয়েছে ৯০ শতাংশ হারে। আদানি ট্রান্সমিশন লিমিটেডের শেয়ার ছুঁয়েছে ৭৯ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে, এই গোষ্ঠীর বিদ্যুৎ, বন্দর বা গ্রিন এনার্জি ক্ষেত্রে ৫২ শতাংশেরও বেশি মুনাফা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

টিকা না নিয়ে বের হলে শাস্তির সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

আ.জা. ডেক্স: করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কোনো নাগরিক টিকা নেয়া ছাড়া বাইরে...

টিকা ছাড়া চলাফেরায় শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আ.জা. ডেক্স: আগামী ১১ আগস্ট থেকে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি বাইরে চলাফেরার...

‘জিনের বাদশা’ সেজে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য আটক

আ.জা. ডেক্স: চট্টগ্রামের এক নারীর স্বামী বিদেশ থাকেন। তার দুরারোগ্য ব্যাধি ছিল। এই রোগ থেকে মুক্তির আশায় টেলিভিশনের...

আইটি পণ্য সরবরাহ বিধিনিষেধের আওতার বাইরে রাখার নির্দেশ

আ.জা. ডেক্স: তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা খাতের আওতায় আনা হয়েছে জানিয়ে চলমান বিধিনিষেধে কম্পিউটার হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহে...

Recent Comments