Wednesday, June 29, 2022
Homeবিনোদনশুরুতে ৫০০ রুপি পারিশ্রমিক পেতেন বিদ্যা বালান

শুরুতে ৫০০ রুপি পারিশ্রমিক পেতেন বিদ্যা বালান

আ.জা. বিনোদন:

বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে নয় শুধু, এখন অন্য অনেকের অনুপ্রেরণার উৎসেও আছেন বিদ্যা বালান। স¤প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যার প্রশংসা করেছেন তাপসি পান্নু। তার মতে, বলিউডে নারী শিল্পীদের অবস্থানটাই বদলে দিয়েছেন বিদ্যা, প্রিয়াঙ্কা ও টাবুর মতো শিল্পীরা। তবে যথারীতি অনেকের মতো শুরুতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল বিদ্যাকেও। স¤প্রতি এক সাক্ষাৎকারে জানা গেলো সিনেমা দিয়ে শুরু হয়নি বিদ্যার ক্যারিয়ার। শুরুতে কাজ করতেন প্রচারের। বিদ্যা জানান, একটি রাজ্যের পর্যটন বিভাগের প্রচারের কাজে অংশ নিয়েছিলেন তিনি। সেই কাজের জন্য পেয়েছিলেন ৫০০ রুপি। কী কাজ করতে হয়েছিল তাকে? অভিনেত্রী বললেন, ‘আমাদের কয়েকজনকে গাছের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে হয়েছিল। আমি, আমার বোন, কাজিন ও বন্ধুরাই ছিলাম। সবাইকেই ৫০০ রুপি করে দেওয়া হয়েছিল।’ বিদ্যা আরও জানান, এ ধরনের টুকটাক কাজের পাশাপাশি একটি টিভি শোয়ের অডিশনের জন্য গিয়েছিলেন। নাম ছিল ‘লা বেলা’। যদিও শোটি পরে আর স¤প্রচার হয়নি। বিদ্যাকে এবার দেখা যাবে অমিত মাসুরকরের ‘শেরনি’তে। যেখানে তিনি বন অধিকারিকের ভ‚মিকায় অভিনয় করেছেন। আমাজন প্রাইম-এ ‘শেরনি’ মুক্তি পাবে ১৮ জুন। সূত্র: জি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments