Tuesday, March 21, 2023
Homeরাজনীতিশেখ মনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন : তোফায়েল আহমেদ

শেখ মনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে অবদান শেখ ফজলুল হক মনি ভাইয়ের। উনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। আমার সৌভাগ্য তার সঙ্গ পেয়েছিলাম। 

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার (৩ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু ২৩ এভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) শেখ ফজলুল হক মনির জন্মদিন। 

তোফায়েল আহমেদ বলেন, শেখ মনি ভাইয়ের হাত ধরে ছাত্রলীগের সদস্য হয়েছিলাম। আমি যখন ১৯৬১ সালে বরিশাল বিএম কলেজের ছাত্র তখন তিনি কলেজে এসেছিলেন। তিনি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মনি ভাই আমাকে বললেন, ‘তুই ছাত্রলীগ কর।’ কোথায় ডাকসুর ভিপি, কোথায় ছাত্রলীগের সভাপতি, কিছুই হতাম না। সবই মনি ভাইয়ের অবদান। মনি ভাই মস্ত বড় সংগঠক ছিলেন। একজন আদর্শিক নেতা ছিলেন। 

তিনি বলেন, আমরা ৭ মার্চ রেসকোর্সে সভা করেছি, আমাদের নানা আন্দোলনে বড় বড় সভা করেছি। অথচ এখন বিএনপি বলে তাদের পল্টনে সভা করতে দিতে হবে। কারণ ওখানে মাত্র ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়।  

তোফায়েল আহমেদ আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অথচ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সবকিছু বঙ্গবন্ধুকন্যার কারণে সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এতো উন্নয়ন কেউ কল্পনা করতে পারে না। বিদেশিরাও বলে এতো উন্নয়ন কীভাবে সম্ভব? এটা বঙ্গবন্ধুকন্যার পক্ষে সম্ভব হয়েছে। উন্নয়নমূলক কাজগুলোকে ব্যাঘাত করতে তারা ষড়যন্ত্র শুরু করেছে। 

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশে অনুমোদনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমরা অনুমতি দিয়েছি, ছাত্রলীগের সমাবেশ ২ দিন এগিয়ে নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে দিয়েছি। বিএনপি সমাবেশের নামে বিশৃঙ্খলা করবে এটা সিদ্ধান্ত নিয়েছে। যুবলীগ সর্তক থাকবেন। যাতে কেউ দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মির্জা ফখরুল ইসলাম কথায় কথায় সরকারের পতনের কথা বলে। সরকার পতন এতো সহজ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments