প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাতদের দেওয়া হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর পৌর আওয়ামী লীগ।
রবিবার (৫ জুন) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদিক্ষণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতৃবৃন্দ।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।