নিজস্ব সংবাদদাতা : জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকান্ডে স্পীড বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের প্রতি ভরসা ও বিশ্বাস রাখে। এ জন্য তিনি দীর্ঘ সাড়ে ১৪ বছর যাবত একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন রয়েছে। এই জাতিকে ভিক্ষুকের জাতি থেকে মধ্যমআয়ের দেশে রুপান্তিত করেছে। এর একমাত্র দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক আহাম্মেদ চৌধুরী আরও বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে দলের স্বার্থে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর-৫ আসন থেকে যাকেই মনোনয়ন দেকনা কেন তার হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার আহবান জানান।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায়
বিশেষ বর্ধিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হক, নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু, তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খানসহ সদর উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।