Sunday, June 11, 2023
Homeদেশজুড়েজেলার খবরশেরপুরের শিশুধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেফতার

শেরপুরের শিশুধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেফতার

শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস (৪২) নামে এক ব্যক্তিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩ ডিসেম্বর) শেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ এর একটি দল। কুদ্দুস শেরপুরের মৃত আব্দুল করিমের ছেলে।


র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, ১ ডিসেম্বর দুপুরে শেরপুর সদর উপজেলায় সাত বছরের ওই শিশুকে বাড়িতে কেউ না থাকা সুযোগে ফুসলিয়ে নিজ বসতঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী কুদ্দুস। পরে শিশুটিকে কান্নাকাটি করতে দেখে প্রতিবেশীরা তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। ওই রাতে শিশুটির বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত কুদ্দুসকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments