Friday, March 31, 2023
Homeশেরপুরশেরপুরে অর্থের বিনিময়ে স্কুল কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে

শেরপুরে অর্থের বিনিময়ে স্কুল কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে

নিজস্ব সংবাদদাতা : শেরপুর সদর উপজেলার ফটিয়ামারি নজগর আলী উচ্চ বিদ্যালয়ের ৩ জন কর্মচারী নিয়োগে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক অর্থের বিনিময়ে চাকুরী দিবে বলে জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ নাইম হাসান নামক এক চাকুরি প্রত্যাশি। অভিযোগে জানা যায়, স্থানীয় দৈনিক তথ্যধারা পত্রিকায় গত বছরের ১৩ নভেম্বর ওই বিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নবসৃষ্ট শূন্য পদে একজন পরিচ্ছন কর্মী, একজন নিরাপত্তা কর্মী ও একজন অফিস সহায়ক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সমত ফটিয়ামারি গ্রামের শামছুর হকের পুত্র মো নাইম হাসান নিরাপত্তা কর্মী পদে ৫ শত টাকার প্রে-অর্ডার ব্যাংক ড্রাফট করে আবদেন করেন।
গত ২৪ জানুয়ারী যথারীতি অভিয়োগকারীসহ অন্যান্য প্রার্থী তাদের প্রবেশপত্র সংগ্রহ করেন। চলতি মাসের ২৮ তারিখ ওই নিয়োগ পরীক্ষার কথা রয়েছে। ইতিমধ্যে তিনি স্থানীয় একাধিক ব্যাক্তির মাধ্যমে জানতে পারেন স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোটা অংকের অর্থের বিনিময় নিয়োগ উল্লেখিত ৩ প্রাথীর চাকুরি চুড়ান্ত করেছেন। তাই এ বিষয়ে তদন্ত পূর্বক এবং এ অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে । অপরদিকে আয়া পদে চাকুরি প্রত্যাশী মোসাম্মৎ করুণা বেগম অভিযোগ করে বলেন, ৪ লক্ষ টাকার চুক্তিতে আমাকে চাকুরি দিবে বলে দীর্ঘ ৯ বছর যাবত আশা দিয়ে রেখেছে। আমার এককাঠা জমি ছিল সেটা বিক্রি করে চার লক্ষ টাকা আমি তাদেরকে দেই। কিন্তু এখন শুনি যে ১০ লক্ষ টাকার বিনিময়ে অন্যজনকে তারা চাকুরি দিয়ে দেবে। আমার স্বামীকে তারা বিভিন্ন সময় আশ্বস্ত করে চাকুরী দিবে বলে, কিন্তু দীর্ঘ নয় বছর যাবত চাকুরির জন্য অপেক্ষা করিয়ে, হঠাৎ আমাকে চাকুরি দিবে না বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে আমি সঠিক বিচার দাবি করছি। অন্য আরেক ভুক্তভোগী পরিবার মোহাম্মদ ফরিদ মিয়া চাকুরি প্রত্যাশীর বাবা অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে একজন নৈশ প্রহরী ও অফিস সহকারি পদে চাকুরির আবেদন করে। ২ লক্ষ টাকার বিনিময় ছেলেকে চাকরি দিবে বলে আমি তাদেরকে ২ লক্ষ টাকা দেই। তিন বছর অপেক্ষার পর এখন শুনি অন্যজনের কাছ থেকে ১০/১২ লাখ টাকা নিয়ে তাদেরকে চাকুরি দিয়ে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই। স্কুল প্রতিষ্ঠাতা নজগর আলী সাহেবের নাতি মোহাম্মদ সানাউল ওসমান অভিযোগ করে বলেন, আমার ভাই মোঃ নাঈম হাসান স্কুলের নৈশ প্রহরী পদে চাকুরির আবেদন করেছেন। আমার দাদা নজগর আলী সাহেব ১০০ শতক জমি স্কুলের জন্য দান করে গেছেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমাদের আরো ১৭ শতক জমি জোর করে দখলে নিয়েছেন। এখন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ জামান খাইরুল ও সভাপতি মোঃ জাকির হোসেন বাবলু বলেন এই ১৭ শতক জমি স্কুলের নামে লিখে দিলে তাকে চাকুরি দিবেন। কিন্তু জমির মূল্য ৩০ লক্ষ টাকা হওয়ায় আমরা অস্বীকৃতি জানাই। তাই তারা আমার ভাইকে চাকুরি দিবে না বলে সাফ না করে দিয়েছেন। অভিযোগ সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোর্শেদুজ্জামান খায়রুল বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যথাযথ নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমার এককভাবে চাকরি দেওয়ার কোন সুযোগ নেই। এখানে নিয়োগ কমিটি আছে তারাই প্রার্থী নির্বাচন করে নিয়োগ দেবেন।
এ বিষয় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান মুঠোফোনে জানান যথাযথ নিয়ম অনুসরণ করে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র ইস্যু করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চাকরিপ্রত্যাশী মোঃ নাঈম হাসান এর অভিযোগ সম্পর্কে বলেন, তার অভিযোগটি আমরা হাতে পেয়েছি। আমার সাথে তার দেখা হয়নি। আমার অফিস থেকে জানানো হয়েছে অভিযোগের প্রমাণ দাখিল করার জন্য। তিনি আরো জানান যেই মুহূর্তেই এই অভিযোগ প্রমাণিত হবে সাথে সাথেই নিয়োগ বাতিল করা হবে। এবং কোন প্রার্থীর নিয়োগ হওয়ার পরেও অভিযোগ প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments