শেরপুর সংবাদদাতা:
শেরপুরে ৭ শতাধিক পাওনাদারের প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবর এন্ড কোং (প্রা.) লিমিটেডের এমডি কামারুজ্জামান সুজন ও তার মা কামারুন্নাহারকে গ্রেফতার করেছে র্যাব-১, গত মঙ্গলবার রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। গত বুধবার তাঁদের শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা ৫১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এদের মধ্যে ৪টি মামলায় সুজন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর শহরের নারায়ণপুর জেলা হাসপাতাল রোড এলাকায় বাবর এন্ড কোম্পানির এমডি কামারুজ্জামান সুজন ও তার মা কামারুন্নাহার অগ্রিম ইট বিক্রি করে এবং ধান ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে ধান কিনে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দমদমা কালিগঞ্জে ৩৬ একর জমির উপর স্থাপিত প্রতিষ্ঠানের মধ্যে ২টি অটো ব্রিকফিন্ড, ১টি অটো রাইসমিল, পোলট্রি ফার্ম ও ভাতশালা এলাকায় ২টি ফিলিং স্টেশন সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। ২০২০ সালের শেষের দিকে সুজন ও তার মা, সুজনের শ্বশুর আব্দুল হামিদ এর যোগসাজশে অগ্রিম ইট বিক্রির ও চাল বিক্রির ৬০ কোটি টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজেদের কাছে রাখেন। এক পর্যায়ে রাতের আঁধারে সুজন সহ তার পরিবারের লোকজন পালিয়ে যান। পরে পাওনাদারেরা আদালতে মামলা করেন। এসব মামলার মধ্যে ৪টিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। আরো শতাধিক মামলা তদন্তাধীন এবং বিচারাধীন আছে। পাওনাদারেরা সঠিক বিচারের দাবীতে গতকাল মানববন্ধন করেছেন।