শেরপুর সংবাদদাতা : জমি নিয়ে বিরোধের জের ধরে :শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লায় পরপর দুইদিন প্রতিপক্ষের হামলা, ভাংচুর, লুটপাট, প্রাণ নাশের চেষ্টাসহ মারপিট ও কুপিয়ে গুরুতর আহতের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা আদালত থেকে জামিন নিয়ে বাদী পক্ষকে হুমকি দিচ্ছে প্রতিপক্ষের লোকজন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী হামিদা বেগম ও ইউসুফ আলীসহ অন্তত দশটি পরিবারের নিরীহ লোকজন। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লার আতাউর রহমান লেবু বিগত ১৪ জানুয়ারী পাশ্ববর্তী হামিদা বেগমের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে দেলোয়ার হোসেন (৫৫), সিয়াম মিয়া (১৬), খুকি বেগম (৫০) কে কুপিয়ে ও দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে ১৫ জানুয়ারী আবারো ওই আসামি আতাউর রহমান গংরা দেশিয় ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ইউসুফ আলীর বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় তাঁরা হামিদা বেগমের আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের মারপিট করে ও বাড়িঘরে কুপিয়ে ভাংচুর, লুটপাট এবং ক্ষতিসাধন করে বিশ লক্ষাধিক টাকার। এ সময় অন্তত দশটি ঘর ভাংচুর এবং অন্তত দশ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ দুটি ঘটনায় পৃথক মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অন্তত ৪০ জনের নামে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ওইদিনই ৬ জনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে দ্রুতই এ মামলার সকল আসামি আদালত থেকে জামিন নিয়ে এসে আবারও হামিদা গং ও মামলার বাদী পক্ষের লোকজনকে শহরে আসা যাওয়ার পথে বাধাসহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। ফলে চরম আতঙ্কের মধ্যে রয়েছে দশটি পরিবারের প্রায় অর্ধশত লোক। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, জামিনে বের হয়ে আসামিরা বাদী পক্ষের লোকজনকে হুমকি দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। তবে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related Posts
ঝিনাইগাতীতে আসন্ন ইরি বোরো মৌসুমে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা
- AJ Desk
- February 4, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আসন্ন ইরি বোরো মৌসুমে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা। […]
শেরপুরে জনবলের অভাবে চালু করা যাচ্ছে না আইসিইউ ও সিসিইউ ইউনিট
- AJ Desk
- May 12, 2024
শেরপুর সংবাদদাতা : সরকারের কোটি কোটি টাকা ব্যয় করেও শুধুমাত্র জনবলের অভাবে চালু করা যাচ্ছে […]
শেরপুরে আলু বীজ রোপণে ব্যস্ত চাষীরা
- AJ Desk
- December 11, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরে আমন ধান কাটা শেষ। এখন সেই জমিতে আলু বীজ রোপণ করছেন […]