শেরপুর সংবাদদাতা : “স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ,” এ শ্লোগানকে সামনে রেখে আগামী ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শেরপুরে শিশু-কিশোরদের অংশ গ্রহনে চিত্রাংকন, কবিতা ও উপস্থিত বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফ্রেব্র“য়ারী সকালে জেলা সরকারী গণগ্রন্থাগারে এসব প্রতিযগিতা অনুষ্ঠিত হয়। এসময় জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম এবং প্রতিযোগিতার বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। এসব প্রতিযোগিতায় পৃথক দুইটি করে গ্র“পে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের মাঝে আগামী ৫ ফেব্র“য়ারী জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণ করা হবে।